সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪ ঘটিকার সময় পীরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কে এই বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতন হয়, ইতিহাসের এই দিনটিকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্মরণীয় রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষনা করে। দিবসটি উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি শহীদদের আত্মার মাগফেরাত করে দোয়া কামনা ও বিজয় র্যালীর আয়োজন করে। পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিজয় র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মাহমুদুর নবী পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী ও উপজেলার ১৫টি ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
৫ আগস্ট মঙ্গলবার পীরগঞ্জ বাসস্ট্যান্ড ফ্লাইওভারের চত্বর থেকে পীরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কে গণমিছিল প্রদক্ষিণ করেন । বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে, এসময় পীরগঞ্জ উপজেলা বাসির উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুর মুফাসসিরীন এর জেনারেল সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন । এ সময় তিনি বলেন, “দেশে চলমান অরাজকতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ইসলামপ্রিয় জনতার অধিকার আদায়ে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” পরিশেষে পীরগঞ্জ উপজেলা বাসীর সাধারণ জনগণের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান । বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মওলানা নুরুল আমিন এর নেতৃত্বে বৈষমমুক্ত ও ন্যায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়ে জুলাই অভ্যুখানের গণমিছিলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখায় আয়োজনে পীরগঞ্জ বাসষ্টান ওভার ব্রীজ চত্বরে দুপুর ১২ ঘটিকার সময় জুলাই গণ অভ্যুখানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লাহ্ লতিফ, রংপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন সহ পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
সৈয়দ রায়হান বিপ্লব
পীরগঞ্জ, রংপুর।
আরও পড়ুন
সাদা পাথর লুটপাট বন্ধে নড়েচড়ে উঠেছে প্রশাসন: ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
ওসমানীনগরে স্বাক্ষীকে চাপ দিয়ে মামলা: স্বাক্ষীর লিখিত অঙ্গিকারে ঘটনা মিথ্যা ও সাজানো
চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা; চার আসামির তিন দিনের রিমান্ড