August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 4th, 2025, 9:10 pm

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ইকলিপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ঐ গ্রামের মৃত, গফুরের পুত্র মিন্টু মিয়া (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ইতিপূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত অপরাধী হলেও একাধিক অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য অনুরোধ জানান। এর পর পীরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।অভিযানে সেনাবাহিনীর ১৮ সদস্য  এবং পুলিশের ৬ সদস্যের বিশাল একটি দল এ অভিযানে অংশ নেন,  এবং মিন্টু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় । এ সময় তার কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ৬টি মোবাইল ফোন, ২টি ডিজিটাল মাদক পরিমাপক, মেশিন, ১টি কাঁচি, নগদ ৩৫,০৫০ টাকা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে।  আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সৈয়দ রায়হান বিপ্লব

পীরগঞ্জ, রংপুর।