August 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 6:16 pm

পীরগঞ্জে সাংবাদিক তুহিন হত্যা কারী ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি সৈয়দ রায়হান বিপ্লব :
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হতার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাবের স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবি করেন তারা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । রবিবার (১০ আগষ্ট) দুপুর ১২ ঘটিকার সময় বাংলাদেশ প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতির আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদকসের রায়হান বিপ্লব । পিরোজ পৌর বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, যুগ্ন আহবায়ক আব্দুল করিম সরকার, রায়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও পীরগঞ্জ প্রেস ক্লাবে যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া । রংপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও রংপুর জেলা মাই টিভির প্রতিনিধি মাহমুদুল ।সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আকুল হোসেন, অফিস সম্পাদক হানিফ মিয়া, তুষার ও প্রকাশনা সম্পাদক জুয়েল সরকার, সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূরুনাবী আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন আক্তার । সদস্য সুলতান মিয়া, মিজানুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।

সৈয়দ রায়হান বিপ্লব বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকান্ডের শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না, একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে সন্ত্রাসীরা। তিনি আরোও বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলছে, তা দেশের জন্য অশুভ সংকেত, সাংবাদিকরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করেন। সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের উপর নির্যাতন অব্যাহত থাকলে থাকলে স্বাধীন মত প্রকাশ অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রকৃত গণতন্ত্র ব্যহত হবে, এসব ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় বাঁধা। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানানো হয়। গত বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছেন Rab ও পুলিশ ।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে।

সৈয়দ রায়হান বিপ্লব
পীরগঞ্জ, রংপুর