October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:58 pm

পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২

রংপুর (পীরগঞ্জ প্রতিনিধি) সৈয়দ রায়হান বিপ্লব :

পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন — পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরামসাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত বোতলগুলোর সুনির্দিষ্ট সংখ্যা গণনার কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি বড় ধরনের নেশা দ্রব্য পাচারচক্রের অংশ হতে পারে ।পীরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের অভিযান এলাকায় নেশা ও অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসনের কঠোর অবস্থান জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করেছে। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।