নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রায় চার মাসে দেশের পুঁজিবাজারে ১২ হাজার ৪৫১ নতুন বিনিয়োগকারী এসেছেন। তবে এ সময়ে ৩৩৭ জন প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারী কমেছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সিডিবিএলের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর শেষে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টিতে।
আর অন্তর্বর্তী সরকার যেদিন দেশ চালানোর দায়িত্ব নেয়, সেদিন বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৮৯৫টি। এতে দেখা যায়, গত প্রায় সাড়ে তিন মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১২ হাজার ৪৫১ জন। চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। আর বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টি।
অর্থাৎ চলতি বছরে বিও হিসাব কমেছে ৯২ হাজার ১০৫টি।
এদিকে বর্তমানে পুঁজিবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তাদের মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৬০ হাজার ২৮৮টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১১ হাজার ৮৫৪টি।
অন্যদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে চার লাখ তিন হাজার ৫৯২টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল চার লাখ দুই হাজার ৪৭২টি। এ হিসাবে আওয়ামী লীগ সরকার পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে এক হাজার ১২০টি। আওয়ামী লীগ সরকার পতনের পর নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৪৬৬টি।
আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসাবে গত চার মাসে কম্পানি বিও হিসাব বেড়েছে ৪১৪টি।
তবে সার্বিকভাবে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব রয়েছে ৪৬ হাজার ৭৪৪টি, যা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দিন ছিল ৪৭ হাজার ৮১টি। এতে দেখা যায়, অন্তর্বতী সরকারের মেয়াদে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৩৩৭টি।
আরও পড়ুন
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের বড় চ্যালেঞ্জ: পরিকল্পনা উপদেষ্টা
ডলারের বাজারে ফের অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা