October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 3:53 pm

পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ভাবা ভুল : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আশা করা ভুল ধারণা। তিনি বলেন, এটিকে নিয়মিত আয়ের স্থায়ী উৎস হিসেবে নেওয়া বিনিয়োগকারীদের জন্য বিপজ্জনক হতে পারে।

ড. সালেহউদ্দিন বলেন, ক্যাপিটাল মার্কেটে যেমন মুনাফার সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। তাই বিনিয়োগকারীদের সচেতন থাকা উচিত; শেয়ার বা বন্ডে বিনিয়োগ মানে কখনো কখনো ক্ষতিও ভাগাভাগি করা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ এবং ইসলামী মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট এখনও পূর্ণভাবে উন্নত হয়নি। সরকারি বন্ড সেগমেন্ট থাকলেও বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম, আর শেয়ারবাজার প্রায় নগণ্য। ফলে বড় প্রকল্পগুলো ব্যাংকের ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যা ঋণখেলাপি ও তহবিল অপব্যবহারের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, প্রকৃত ঝুঁকি ভাগাভাগির জন্য মানুষকে বন্ড, ডিবেঞ্চার ও শেয়ারে বিনিয়োগ করতে হবে। শুধু ব্যাংক ঋণ নেওয়া এবং তা ভুল খাতে ব্যবহার কোনো সমাধান নয়।

ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, সুকুক বাজারে প্রায় ২৪ হাজার কোটি টাকার বন্ড রয়েছে। তবে এগুলো শিক্ষা ও স্যানিটেশন খাতে ব্যবহৃত হওয়ায় আয়ের হার কম। বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রকল্পে বিনিয়োগ করলে লাভবান হওয়া যেত এবং ব্যাংকের ওপর চাপও কমত। তিনি বলেন, সুকুক অবশ্যই প্রকৃত সম্পদভিত্তিক হওয়া উচিত, যাতে বিনিয়োগকারীর আস্থা বজায় থাকে।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখনও সিকিউরিটাইজেশন কার্যকর হয়নি। মেট্রোরেলসহ বড় প্রকল্পে এটি ব্যবহার করলে বিশ্বব্যাংকের ঋণ নির্ভরতা কমানো যেত। পেনশন ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ব্যবহারে সতর্কতা জরুরি, কারণ এগুলো সরকারি দায়বদ্ধতা বহন করে।

তিনি বলেন, শুধু মূলধন ও সুকুক বাজার নয়, বীমা বাজারের উন্নয়নেও নজর দিতে হবে। পাশাপাশি কর কাঠামো ও প্রণোদনা সংস্কারের মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

সেমিনারে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রমুখ।

 

এনএনবাংলা/