January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 6th, 2022, 8:11 pm

পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের অভিযোগ দেশটির বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দুই মেয়ে নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকতে পারেন। জানা গেছে, বুধবার (৬ এপ্রিল) এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। খবর বিবিসির। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি বুচা শহর থেকে সম্প্রতি রুশ সেনারা চলে যাওয়ার পর স্থানীয় মেয়র দাবি করেন, শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে রয়েছে। এসব মরদেহগণকবর দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ খুঁজতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় ইউক্রেন। তবে, রাশিয়া ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উড়িয়ে দিয়েছে। এর মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, রাশিয়ায় নতুন বিনিয়োগ নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ক্রেমলিনের কর্মকর্তাসহ তাঁদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে। এদিকে, সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছেÑপুতিনের দুই মেয়ে এবং রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংকে ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ওয়াশিংটন। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা গতকাল বুধবার রাশিয়ার ওপর পঞ্চম ধাপের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়ে কথা বলবেন। জানা গেছে, রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে ইইউ। এ ছাড়া রুশ মালিকানাধীন ও পরিচালনাধীন বেশির ভাগ জাহাজকে ইইউ’র বন্দর ব্যবহার না করতে দেওয়ার কথাও ভাবা হচ্ছে।