অনলাইন ডেস্ক :
একের পর এক চমক লাগা খবরে শিরোনামে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে তার হাতে রয়েছে দুই বাংলার বেশ কয়েকটি চলচ্চিত্র। সেই তালিকাটি এবার আরও দীর্ঘ হলো। কলকাতার আলোচিত আরও একটি প্রজেক্টে যুক্ত হলেন তিনি। এবার তাকে দেখা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’র প্রধান নারী চরিত্রে। সিনেমাটি নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সুমন মুখোপাধ্যায়। সিনেমাটিতে জয়া ছাড়া আরও অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির ও পরমব্রত। এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ৫ বছর বছর পর আবারো নির্মাণে ফিরছেন নির্মাতা সুমন মুখোপাধ্যায়। সুমন ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এই সিনেমাটির জন্য দুটি জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যাল্যান্সটা করতে পারবে। প্রযোজক বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।’ জানা গেছে, সিনেমাটির গল্পে স্বাধীনতার পূর্ববর্তী সময়কে তুলে ধরবেন নির্মাতা। এই সময়কাল হতে পারে তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। উপন্যাসের শশীর চরিত্রে রয়েছেন আবির। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায়। কুমুদের চরিত্রে থাকছেন পরমব্রত। উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে বয়ে চলা জটিল সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যার মাঝে থাকবে প্রেম, বিরহ, দ্বেষ আর পারস্পরিক সহমর্মিতা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত