নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন খন্দকার গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ভাটা শ্রমিক।
বুধবার সকালে নাটোর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ মার্চ রাতে গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকায় নববিবাহিত পুত্রবধূকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ভাটা শ্রমিক শাহীন খন্দকার। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে অভিযানে নামে র্যাব ও পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে শাহীনকে গ্রেপ্তার করে র্যাবের যৌথ দল।
—ইউএনবি

আরও পড়ুন
গাবতলী ও শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানী জব্দ, আটক ১
হোসেনপুরে অধিকাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক: ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম