অনলাইন ডেস্ক :
বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ নিজেই। তিনি জানান, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। দু’একেই তাদের নিয়ে বাসায় ফিরবেন নায়ক। পুত্রের নাম এখন চূড়ান্ত করা হয়নি বলে জানালেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে সিয়ামের নতুন ছবি ‘শান’র অন্যতম প্রযোজক ওয়াহিদ আকাশ বলেন, ‘সবকিছু স্বাভাবিক আছে। সন্তানের ওজনসহ সবকিছু ঠিকঠাক। সিয়াম সবার কাছে দোয়া চেয়েছেন।’ ২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ। আর গত বছরের ডিসেম্বরে বেবিবাম্পের ছবি প্রকাশ করে সন্তানের আগমনের সুসংবাদটি তিনি দেন। অতঃপর তাদের ঘরে এলো নতুন অতিথি। উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে। গত ২৪ ডিসেম্বর সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এ ছাড়া আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ চলচ্চিত্র।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!