রাজধানীতে ফের বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগের দিন সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীতে মোট ছয়টি স্থানে আগুনের ঘটনা ঘটে, যার মধ্যে অন্তত পাঁচটি ছিল গণপরিবহনে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল