Tuesday, November 9th, 2021, 6:52 pm

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক :

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এসকে টাওয়ারে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। মঙ্গলবার বিকেলে ৪টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার কন্ট্রোল রুম ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এসকে টাওয়ারে যেখানে আগুন লেগেছে, সেটি একটি প্লাস্টিকের গোডাউন। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।