পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় শুক্রবার একটি প্লাস্টিকের পাইপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরেরউপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, মাজেদ সরদার সড়কের মা-বাবর দোয়া প্লাস্টিক কারখানায় বিকাল ৪টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ফায়ার সাভিসের ৪টি ইউনিট বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
হাসিনার লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক