January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 18th, 2022, 9:03 pm

পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় শুক্রবার একটি প্লাস্টিকের পাইপের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরেরউপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, মাজেদ সরদার সড়কের মা-বাবর দোয়া প্লাস্টিক কারখানায় বিকাল ৪টা ৪৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ফায়ার সাভিসের ৪টি ইউনিট বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—ইউএনবি