November 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 22nd, 2025, 3:10 pm

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

 

রাজধানীর পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) বংশাল এলাকার বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে মাত্র এক কাঠার কম জায়গাতেও ৬-৭ তলা ভবন নির্মাণ করায় এই ঝুঁকি আরও বেড়েছে।

তিনি জানান, পুরান ঢাকার শত বছরের পুরোনো ভবনের ঐতিহ্য সংরক্ষণ করেই নতুন করে পরিকল্পিত নগরায়ণের কাজ শুরু করেছে রাজউক। এ সময় ভবনগুলোর সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।

কসাইটুলীর একটি ভবনের রেলিং সাম্প্রতিক ভূমিকম্পে ভেঙে পড়ার ঘটনাটি উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, ভবনটির নকশা সাত দিনের মধ্যে জমা না দিলে সেটি সিলগালা করা হবে। তিনি আরও বলেন, এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান অনুমোদন দিই না। জোর করে যারা ভবন তৈরি করছে, তাদের বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করা হচ্ছে। এরপরও কেউ কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ নিচ্ছে।

ছোট জমির ওপর পুরনো বা অতিরিক্ত উঁচু ভবন ভেঙে পাশাপাশি থাকা কয়েকটি প্লট একত্র করে নতুন ভবন নির্মাণ করলে দীর্ঘমেয়াদে মালিকদের আর্থিক ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীতে ভূমিকম্পে বিভিন্ন স্থাপনায় ধস ও হেলে পড়ার ঘটনা ঘটে। পুরান ঢাকার কসাইটুলীতে একটি ভবনের রেলিং ধসে তিনজনসহ সারাদেশে মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন পাঁচ শতাধিক মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত সরকারি হাসপাতালে ৫৫০ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসা নেন। তাদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এনএনবাংলা/