March 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 8th, 2025, 11:26 pm

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

নিউজ ডেস্ক:

পুরান ঢাকায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল করে সংগঠনটি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহীন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম সম্পাদক মুস্তাকিম নিবিড়, যুগ্ম সম্পাদক ফয়সাল তনু, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার জুঁই।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইফতার কমিটির আহ্বায়ক ও ক্রীড়া সম্পাদক আহসান হাবীব সুমন।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুব রহমান কুতুব, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাকেশ জুবায়ের, সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ হাওলাদার দিপু, আন্তর্জাতিক সম্পাদক এস এম বাবর কবির, তানভির রায়হান।