অনলাইন ডেস্ক :
বিশ্বকাপর সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। এর আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। আর্জেন্টিনার বিপক্ষে খেলা মানেই প্রতিপক্ষের প্রধান টার্গেট থাকে লিওনেল মেসিকে আটকে রাখা। তবে ক্রোয়েট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ বলেছেন, তারা নাকি মেসিকে আটকানোর কোনো পরিকল্পনাই করেনি। কারণ তাদের টার্গেট পুরো আর্জেন্টিনা দলকেই আটকে দেওয়া। সংবাদ সম্মেলনে পেতকোভিচ বলেছেন, ‘মেসিকে থামানোর বিষয়ে এখনো আমরা নির্দিষ্ট কোনো পরিকল্পনা করিনি। সাধারণত আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে থামানোর পরিকল্পনা করি না। আমরা পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাই। আমরা খেলোয়াড় ধরে ম্যান-মার্কিং করে নয়, তাদের পুরো দলটাকেই আটকাতে চাই। আর্জেন্টিনা দলে মেসি একা খেলে না, তাদের অনেক অসাধারণ খেলোয়াড় আছে। পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে। ‘শেষ আটে হেক্সা মিশনে থাকা ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ের মাঝামাঝি নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১১৭ মিনিটে সেই গোল শোধ দেন বদলি হিসেবে নামা পেতকোভিচ। ম্যাচ অবধারিতভাবে গড়ায় টাইব্রেকারে। সেমিফাইনাল জিতে আর্জেন্টিনার ফাইনালে ওঠা যে খুব একটা সহজ হবে না- সেটা ক্রোয়েটদের পারফরম্যান্সেই প্রমাণ।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে