অনলাইন ডেস্ক :
মানুষ ও হাতির মিষ্টি সম্পর্ক নিয়ে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্যরে তথ্যচিত্রের পুরষ্কার জিতেছে। তথ্যচিত্রের গল্প রঘু নামের এক হাতিকে নিয়ে যার দেখাশোনা করেন বোম্মান ও বেইলি। এই দুই মাহুত পুরো বিশ্বের মন জয় করেছেন, পেয়েছেন ভালোবাসা। এবার অস্কার মূর্তি সহ তাদের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাদের সরল হাসি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। সিনেমার নির্মাতা কার্তিকী গঞ্জালভেস অস্কার মূর্তিটি নিয়ে জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়েছেন বোম্মান ও বেইলির কাছে। সামাজিক মাধ্যমে নির্মাতা শেয়ার করেছেন বোম্মান ও বেইলির ছবিটি। ক্যাপশনে লিখেছেন, ‘৪ মাস পরে দেখা হলোৃমনে হচ্ছে বাড়ি ফিরেছি’ ছবিটি শেয়ার করার পর ভক্ত ও তারকাদের মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। বিশাল দাদলানি লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় অস্কারের ছবি হতে যাচ্ছে এটি।’ মিনি মাথুর লিখেছেন, ‘তাদের হাসি মন কেড়ে নিল’। এক ভক্ত লিখেছেন, ‘হৃদয় আনন্দে ভরে গেছে ছবিটি দেখে। জীবন কত অদ্ভুত সুন্দর’। আরেক ভক্ত লিখেছেন, ‘তাদের হাতে অস্কার দেখার অপেক্ষায় ছিলাম।’ ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’,’ হাউ ডু ইউ মেজার এ ইয়ার’, তথ্যচিত্রগুলিকে হারিয়ে অস্কার জিতে নিয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিলনাড়ুর দক্ষিণে মনোরম পাহাড়ঘেরা মুদুমালাই জঙ্গলের টাইগার রিজার্ভে এই তথ্যচিত্রের শুটিং হয়েছে। সূত্র: পিঙ্ক ভিলা
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত