অনলাইন ডেস্ক :
শুরু হচ্ছে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে বড় দুঃসংবাদ শুনল ইংল্যান্ড দল। পায়ের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন পেসার স্টুয়ার্ট ব্রড। অন্যদিকে উরুর চোটের কারণে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনেরও অনিশ্চিত দ্বিতীয় টেস্টে মাঠে নামা নিয়ে। ফের চোট সমস্যা, ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে আগে দুশ্চিন্তায় ইংল্যান্ড দল। ব্রডের পর অ্যান্ডারসনের চোট ইংলিশদের দুশ্চিন্তার প্রধান কারণ। তবে ব্রডের বিকল্প হিসেবে স্কোয়াডে যুক্ত হলেন পেসার সাকিব মাহমুদ। এরমধ্যেই বিবৃতি দিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। গত মঙ্গলবার অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান ব্রড। অন্যদিকে উরুর চোটের কারণে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে বুধবার নেট সেশনে অংশ নিতে পারেননি। লর্ডসে অ্যান্ডারসনের খেলাও অনিশ্চিত। তবে তাঁর ব্যাপারে সিদ্ধান্তে এখনও যায়নি ইসিবি। টস পর্যন্ত অপেক্ষা করবে অ্যান্ডারসনের জন্য। যদি ফিট মনে হয় তাহলেই ম্যাচ খেলবেন জিমক। ট্রেন্ট ব্রিজে গত সপ্তাহে ড্র করা সিরিজের উদ্বোধনী ম্যাচে দু’জনই খেলেছেন। স্টুয়ার্ট ব্রড ছিটকে পড়ায় ইংল্যান্ডের পেস আক্রমণের দায়িত্বে এখন জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন, মার্ক উড, ক্রেইগ ওভারটন এবং অলরাউন্ডার স্যাম কুরানের সাথে যুক্ত হচ্ছেন সাকিব মাহমুদ। দ্বিতীয় টেস্টের আগে ইংলিশদের স্কোয়াডে নতুন করে যোগ করা হল তরুণ পেসার সাকিব মাহমুদকে। ব্রডের বিকল্প হিসেবেই ডাক পেলেন তিনি। এর আগে যুক্ত হলেন অলরাউন্ডার মইন আলি। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ আপাতত ০-০ সমতায় দাঁড়িয়ে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে