November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 4:22 pm

পুলিশি বাধার মুখে যমুনা অভিমুখী ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

ছবি : শামীম আহমেদ

 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আয়োজিত লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে লংমার্চ শুরু হলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

অগ্রযাত্রা বন্ধ হয়ে গেলে শত শত শিক্ষক রাস্তায় বসে পড়েন। এতে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়ক বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা হাতে নিয়ে ছিলেন নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন। সেগুলোর মধ্যে লেখা ছিল—‘এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই’, ‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’—ইত্যাদি।

এর আগে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কিন্তু দাবির প্রেক্ষিতে সরকারের কোনো সাড়া না পেয়ে তারা লংমার্চের ঘোষণা দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার দীর্ঘদিন ধরে দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষককে অবহেলা করে আসছে। তাদের একমাত্র দাবি—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ। শিক্ষকরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং প্রয়োজন হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

এদিন জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি জাতীয় প্রেসক্লাবে এসে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানান।

এনএনবাংলা/