January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 11th, 2021, 9:53 pm

পুলিশের জন্য ভারত থেকে এলো প্রশিক্ষিত ৬টি ঘোড়া

অনলাইন ডেস্ক :

পুলিশের জন্য প্রশিক্ষিত ছয়টি ঘোড়া ভারত থেকে আমদানি করা হয়েছে। গত বুধবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়া ছয়টি যশোরের বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে গত ৩ নভেম্বর আরও ছয়টি ঘোড়া পুলিশের জন্য আমদানি করা হয় এ বন্দর দিয়ে। ঘোড়া আমদানিকারক বাংলাদেশ পুলিশ এবং রপ্তানিকারক ভারতের বিধাতা সাপ্লাইয়ার। ৬২ হাজার ৪০০ ডলার (প্রায় ৫৩ লাখ টাকা) মূল্যে ঘোড়া ছয়টি ভারত থেকে আমদানি করা হয়। আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হবে বলে জানা গেছে। দিল্লী থেকে রওয়ানা দিয়ে বেনাপোল বন্দর পৌঁছাতে ঘোড়াবাহী অ্যাম্বুলেন্সটির চারদিন লেগেছে। বেনাপোল বন্দর থেকে ঘোড়াগুলো বুঝে নিয়েছেন আমদানিকারকের প্রতিনিধি এনামুল হক। এদিকে আমদানি করা ঘোড়া দেখতে পোর্ট থানার সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো শিগগির খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান ঘোড়া আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি করা ঘোড়া শিগগির খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শার্শা উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাতম্বর মোস্তফা কামাল বলেন, বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।