December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 7th, 2024, 10:10 pm

পুলিশের পোশাক দেখে এখনো ভীতির সৃষ্টি হয়: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের পোশাক দেখে এখনো ভীতির সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে সারজিস আলম বক্তব্য দেন। নগরের চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরজিস বলেছেন, ‘পুলিশের উদ্দেশে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়। এখনো আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয়। এটার জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদের ব্যক্তিত্বও দায়ী।’

পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনারা ক্ষমতার লোভে, পদের লোভে ওই পোশাককে ধারণ করে, অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন। সেনাবাহিনী যদি চাইত, ৫ আগস্ট ১০ হাজার মানুষকে খুন করে হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারত। তারা সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে।’

সারজিস আলম বলেন, ‘আজ এত খুনের পরেও পুলিশের কিছু সদস্য পোশাক পরে টাকা নিচ্ছেন। আবার একটি দলের হয়ে কাজ করছেন।’

সারজিস বলেন, ‘এই বাংলাদেশে কোনো তোষামোদকারী, কোনো দলকানার জায়গা হবে না। শহীদ ভাইদের নিয়ে এখনো মামলা ব্যবসা হচ্ছে। দলের রাজনীতি হচ্ছে। এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না।’

আয়োজকেরা জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ১৫২ পরিবারের মধ্যে ১০৫ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। বাকি পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর চেক পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের প্রমুখ।