অনলাইন ডেস্ক :
একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে ১২ লাখ রুপি প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলিউড তারকা জেরিন খানের বিরুদ্ধে। এবার সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করল আদালত। এবার জেরিন খানের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানালেন, যেই পুলিশ সদস্য অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগকারীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জেরিন খান। রিজওয়ান সিদ্দিকির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তদন্ত অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার ক্লায়েন্টকে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই ভারতীয় দন্ডবিধি, ১৮৬০ এর ধারা ১৬৬ এবং ১৬৬ এ(বি) এর অধীনে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়া ছাড়া আমার আর কোন উপায় নেই। যারা জেনেশুনে আইনের নির্দেশ অমান্য করেন, এমন পুলিশ কর্মকর্তাদের (জনসেবকদের) কারাদ- দেয়াই এই ধারার বিধান।” ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের।
ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি। সে কারণে ভারতীয় দন্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে গেল ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে রাজি নারাজ অভিনেত্রী জেরিন খান। জেরিনের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। জেরিনের এই মন্তব্যের মাস খানেক পরেই তার পক্ষে রায় দিল আদালত। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
জাকসু নির্বাচনে ভোট গণনা বন্ধ
দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮০৯