October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 17th, 2025, 5:06 pm

পুলিশের লাঠিচার্জে রাস্তায় পড়ে রইল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত

 

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় এক জুলাই যোদ্ধার শরীরে লাগানো কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে থাকে। লাঠিচার্জে আহত সেই যোদ্ধা হাতটি ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন। মূলত, লাঠিচার্জ সহ্য করতে না পেরেই সে কৃত্রিম হাত রেখে পালিয়ে যান। সংঘর্ষের পর সড়কের উপর পড়ে থাকা সেই কৃত্রিম হাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার রাষ্ট্রীয় স্বীকৃতি, জুলাই আহত বীরদের মর্যাদা প্রদান এবং জুলাই সনদ বাস্তবায়ন—এই তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে সেখান থেকে না সরার ঘোষণা দেন তারা।

সংঘর্ষের একপর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে এসে বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। পরে পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড-ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএনবাংলা/