অনলাইন ডেস্ক :
একদিন ডাকাতি করতে গিয়ে ডাকাত সরদার ময়নালের মনে হয় ডাকাতরাও সাধারণ মানুষের মতোই আবেগের বেড়াজালে আবদ্ধ। তাদেরও সুখ-দুঃখ আছে, হাসি-কান্না পায়, প্রেমও হয়। এই বৃহস্পতিবার এমনই এক গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন ‘মহানগর’-খ্যাত পুলিশ অফিসার মোশাররফ করিম। পুলিশ থেকে এবার তিনি ডাকাত! শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘বকুল ফুল’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মোশারফ করিমের বিপরীতে মিলবে তাসনুভা তিশাকে।
‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজের চতুর্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘দীর্ঘদিনের ক্যারিয়ারে ওটিটি প্লাটফর্মের জন্য এটি আমার প্রথম কাজ। আমি ও আমার পুরো টিম বেশ সময় নিয়ে প্ল্যানিং করে আসছিলাম। এই গল্পের মধ্য দিয়ে আনন্দ, কষ্ট, প্রেম, ভালোবাসা সবকিছু ছুঁতে পারবেন দর্শকরা। আমরা তেমনটাই বিশ্বাস করছি।’ স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হিন্দোল রায়, মাসুদ হারুন, শেখ মেরাজুল ইসলাম, হেদায়েত নান্নু, হাসনাত রিপন, তুহিন চৌধুরী, দিপক কর্মকার, শেখ স্বপ্না, শেরতাজ জেবিন ও আরিয়ান। ‘বকুল ফুল’ বিশ্বব্যাপী ২ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮টা থেকে দেখা যাবে শুধু চরকিতে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব