April 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 16th, 2025, 11:44 am

পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

রামু থানার ওয়ারলেস অপারেটরসহ (কনস্টেবল) তিনজনকে ইয়াবাসহ আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) কক্সবাজার জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে আটক ৩ জন হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট, ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।

এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে। মো. সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, সৌদি প্রবাসী মুবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগমের মালিকানাধীন ভাড়া বাসায় পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকার কিছু মানুষের এরকম তথ্যের ভিত্তিতে তাদের ওপরে দীর্ঘদিন ধরে নজরদারি করা হয়। অভিযান চলাকালে ওই ভাড়া বাসায় ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের খালি বোতল পাওয়া গেছে।

এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। ঘটনাস্থলের আশপাশের লোকজন জানান, জাহিদের বাসায় প্রায় সময় বাইরের লোকজন আসা যাওয়া করতো এবং ইয়াবা ও অন্যান্য মাদক সেবন চলতো। কিন্তু তারা সবাইকে পুলিশ পরিচয় দিয়ে তটস্থ রাখতো।