অনলইন ডেস্ক:
ভারতের তেলেগু সিনেমার ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি নিয়ে দুশ্চিন্তায় এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পুষ্পা’ সিনেমার গান ‘ডাক্কো ডাক্কো মেকা’। কিন্তু নির্মাতারা মুক্তি দেওয়ার আগেই ফাঁস হয় এর ভিডিও। এখানেই শেষ নয়, নতুন করে এই সিনেমার একটি ফাইটিং দৃশ্য ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, আল্লু খলনায়কের সঙ্গে মারপিট করছেন। তার লম্বা চুল ও হালকা দাড়ি। এই ভিডিওতে অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও দেখা গেছে। দৃশ্য ফাঁসের বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আল্লু ও নির্মাতারা। এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও করেছেন তারা। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, ভিডিও ফাঁসের এই বিষয়টি সিনেমার প্রচারের একটি কৌশল। দর্শকের মধ্যে উন্মাদনা বাড়াতেই নাকি এই কৌশল অবলম্বন করছেন নির্মাতারা। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে