December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 22nd, 2024, 8:21 pm

‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লুর যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা-২’র ব্যাপক ব্যবসা করছে। পাশাপাশি এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে সমানে বিতর্ক চলছে। এবার বিষয়টি তেলেঙ্গানা বিধানসভায় দাঁড়িয়ে শনিবার (২১ ডিসেম্বর) আল্লু অর্জুনের সমালোচনা এআইএইএস দলের সংসদ সদস্য আকবরউদ্দিন ওয়াইসি। অন্যদিকে অভিনেতার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

মুখ্যমন্ত্রী অভিযোগ, অনুমতি ছাড়াই ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন। মুখ্যমন্ত্রীর এ মন্তব্যের পরই দ্রুত সাংবাদিকদের ডেকে জবাব দেন এ দক্ষিণী সুপারস্টার।

আল্লু অর্জুন বক্তব্যের শুরুতে বলেন, ‘যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্যি বলছি, কারও দোষ নয়। আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। সরকার নয়, পুলিশ নয়। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ সহযোগিতা করার জন্য।’

অভিনেতা দাবি করেন, তাকে নিয়ে ভুয়া সংবাদ পরিবেশন করা হচ্ছে। ভুল তথ্যও ছড়ানো কেউ কেউ। যা তিনি বলেননি তাও তার মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

সাংবাদিকদের সামনে আবেগপ্রবণ হয়ে আল্লু আরও বলেন, ‘শুধু এটুকু জানিয়ে রাখতে চাই যে আমি এমন কিছুই বলিনি। দয়া করে আমায় জাজ করবেন না। দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। এটা আমার বিনীত অনুরোধ, আমি এরকম মানুষ নই। এখানে কুড়ি বছর ধরে রয়েছি। আমার একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে, আর সেটা যখন রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছে, একটা বিকেলের মধ্যে। এত বছর ধরে আমি এই সম্মান অর্জন করেছি, ২১-২২ বছরের কাজ, আর একরাতের মধ্যেই যখন সেটা নষ্ট হয়ে যায়, সেটা মন ভেঙে দেয়।’

তাকে দোষারোপ না করার দাবি জানিয়ে বলেন, ‘আমি শুধু এখানে মানুষ এবং সব সম্মানীয় ব্যক্তিকে এটা বলতে এসেছি যে দয়া করে আমাকে দোষারোপ করবেন না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত বক্তব্য। কারও বিরুদ্ধে দোষারোপ নয়। আমার জীবনের তিনটি বছর আমি এ সিনেমাকে দিয়েছি। এটা আমার কাছে সব কিছু, আর আমি সিনেমা হলে ছবিটা দেখতে গিয়েছিলাম। এই হলেই ২০-৩০ বার গিয়েছি। আমি দায়িত্বহীনের মতো আচরণ করেছি সেটা একেবারেই ঠিক নয়। সিনেমা হল কর্তৃপক্ষ জ্ঞাতসারেই আমি সেখানে গিয়েছি, পুলিশ সেখানে ছিল, ভিড় সরাচ্ছিল আমি তাদের দেখানো পথেই যাচ্ছিলাম। যদি তারা বলতেন যে স্যার অনুমতি নেই আপনি ফিরে যান, আমি আইনের মেনে চলা নাগরিক, তখনই ফিরে যেতাম। সেটা বলা হয়নি। আমরা ভিতরে যাই, অনেক মানুষ ছিলেন।’

বিনয়ের সুরে আল্লু বলেন, ‘কোনো রোড শো হয়নি, কোনো মিছিল নয়, এটা শুধু সিনেমা হলের বাইরের ভিড়, আমি শুধু হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছিলাম। কারণ শত শত মানুষ এসেছিলেন, এটা তাদের সম্মান জানানোর জন্য। তাও শুধু যখন গাড়ি আটকে গিয়েছিল। কারণ পুলিশ, নিরাপত্তারক্ষীরাই বলেন, যে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন জনতা শান্ত হবেন। সমস্ত তারকা, নেতাদের ক্ষেত্রে এটা হয়। ওরা রাস্তা ছেড়ে দেন, আমি সিনেমা হলে যাই।’

সিনেমা দেখার কিছুক্ষণের মধ্যে কেউ এসে আল্লু এসে বলেন, ‘বাইরে ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। তিনি যেন চলে যান। কে সেই ব্যক্তি অন্ধকারে “পুষ্পা” স্টার চিনতে পারেননি। তবে তিনি পুলিশ ছিলেন না বলেই দাবি আল্লুর।

প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু নারীর ছেলের প্রসঙ্গে আল্লু জানান, শিশুর জখম হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়া মাত্রই তার লোকজন শিশুর কাছে গিয়েছিল। খোঁজখবর নিয়েছে। কিন্তু পরদিনই আল্লু জানতে পারেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি কারণে শিশুকে দেখতে যেতে পারেননি বলেই জানান তারকা। তাছাড়া তিনি গেলে হাসপাতালের সামনে ভিড়ও হয়েছে যাবে। আবেগের সুরে তারকা বলেন, ‘আমারও তো ওই বয়সের ছেলে রয়েছে।’