অনলাইন ডেস্ক :
সোমবার ভারতের গোয়ায় আনুষ্ঠানিকভাব বিয়ে সেরেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। ২০২০ সালে প্রেগন্যান্সির খবর পাওয়ার পরই আইনি মতে বিয়ে করেছিলেন এই দম্পতি। তবে করোনার কারণে সামাজিক বিয়েটা হয়ে ওঠেনি। ছেলের এক বছর হতেই সেরে ফেললেন বিয়ে সাত পাক ঘুরে, অগ্নিকে সাক্ষী রেখে। নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়েসংক্রান্ত নানা ছবি আর ভিডিও শেয়ার করেছেন পূজা-কুণাল। তবে তাঁর মধ্যে একটি ভিডিও নিয়ে বেশ আপত্তি তুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। বিয়ের পর কনকাঞ্জলি দিয়ে মায়ের বাড়ি ছেড়ে চলে যায় কনে। আর সেই ভিডিও নিয়েই মজা করতে দেখা গেছে পূজাকে। হাসতে হাসতে মায়ের দিকে চাল ছুড়ে দেন অভিনেত্রী। আর এমনভাবে চাল ছোড়েন যে তা মায়ের আঁচলে গিয়ে না পড়ে মাথার ওপর পড়ে। আর তারপর সেটা দেখে হেসে লুটোপুটি খান পূজা। তারপরই ট্রোলড হতে হয় পূজাকে। কারো কারো মতে, ‘কনকাঞ্জলি জিনিসটাই খুব বাজে। তবে এটা নিয়ে এমন মজা করাও উচিত নয়।’ ‘কনাকাঞ্জলির মতো প্রথা যদি আপনারাও দেন, তাহলে এর থেকে বাজে কিছুই হতে পারে না’, ‘এই প্রথম দেখলাম কোনো তারকাকে বিদায় নিয়েও ছ্যাবলামো করা ভিডিও দিতে’-র মতো নানা কমেন্ট পড়েছে। প্রায় ১০ বছর ধরে লিভ ইনে ছিলেন পূজা আর কুণাল। প্রথম থেকেই যেন চোখে হারান একে-অপরকে। টলিউড আর বলিউড– দুই জায়গাতেই সমান তালে কাজ করেছেন তিনি। স্বামী কুণালও বলিউডের সঙ্গে যুক্ত। একসঙ্গে ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ। তারপর বন্ধুত্ব, প্রেম। ছেলে কৃশিবকে নিয়েই বেশির ভাগ সময় কাটাতে দেখা যায় নতুন বাবা-মাকে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব