January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 14th, 2022, 7:23 pm

পূজার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাকিব

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুক ও ইউটিউবে বেশকিছু মানুষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, পূজা চেরীকে নাকি তিনি বিয়ে করেছেন! এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় ভীষণ চটেছেন ঢালিউডের এই সুপারস্টার। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন শাকিব। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, এসব মিথ্যে নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে। নায়িকা পূজার চেরী ব্যাপারে শাকিব বলেন, এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্যু হচ্ছে শাকিব খানের ব্যক্তিগত জীবন। বিষয়টি নিয়ে যারা ভিডিও দিচ্ছে, সেইসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে। শাকিব বলেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। যারা গুজব ছড়াচ্ছেন তাদের ‘নোংরা মানসিকতার’ উল্লেখ করে শাকিব লিখেছেন, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এসব যারা করছে সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? আইনি ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে শাকিব লিখেছেন, আর এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে ভিত্তি বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে- যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।