December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 3rd, 2024, 7:46 pm

পূজার ১০ গান কোটি ভিউয়ের ঘরে

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী হিসেবে সুনাম অর্জন করেছেন বাঁধন সরকার পূজা। তাঁর গাওয়া ১০টি মৌলিক গান কোটি ভিউয়ের ঘরে প্রবেশ করেছে। গানগুলোর কোনোটি প্লে-ব্যাকে নয়, সবগুলো অডিওর একক, মিশ্র অ্যালবামে প্রকাশিত গান বলে জানান পূজা। পূজার ভাষ্য, আমার কণ্ঠে গাওয়া মৌলিক ১০টা গান কোটির ঘর পার করেছে। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কারণ, এই গানগুলো সব অডিওর একক-মিশ্র অ্যালবাম থেকে নেওয়া। কোনো সিনেমার গান নয়। একজন কণ্ঠশিল্পীর জন্য এটা অবশ্যই আনন্দের খবর।

এই আনন্দে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পূজা বলেন,“গানগুলোতে যারা আমার সহশল্পী, যারা লিখেছেন, সুর করছেন, বাজিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাদের সবার কাছে কৃতজ্ঞতা। পূজা আরও বলেন, আলোচনায় থাকার জন্য না ছুটে সব গানকে ভালোবেসে নিজের মধ্যে ধারণ করি। শ্রোতারাও আমাকে অজস্র ভালোবাসা দিয়ে থাকেন। গানের মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আশা করছি সবার ভালোবাসা পাবো।

পূজার কণ্ঠে কোটির ঘরে যাওয়া গানগুলোর তালিকায় রয়েছে তুমি দূরে দূরে আর থেকো না (৮৪ মিলিয়ন), এত কাছে (৪১ মিলিয়ন), চুপি চুপি (৪০ মিলিয়ন), একটাই তুমি (৩৪ মিলিয়ন), তোমার আমার ভালোবাসা (৩১ মিলিয়ন), তুমি ছাড়া (৩০ মিলিয়ন), কেন বারে বারে (২৭ মিলিয়ন), মানে না মন (১৫ মিলিয়ন), মিউজিক ভিডিওতে আরেফিন রুমী ও পূজা, তোমায় ছেড়ে (১০ মিলিয়ন), সাত জনম (১০ মিলিয়ন)।