নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুট সড়কে রোলস-রয়েস কোম্পানির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে চারজন আহত হয়েছেন।
গাড়িটির মালিক মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে ও মাস্কো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ। দুর্ঘটনায় আরিফসহ গাড়িতে থাকা চারজন আহত হয়েছেন।
সম্প্রতি পূর্বাচলের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে আহমেদ তাওয়াফ বিল্লাহ এবং আরিফ বিল্লাহর দুই বন্ধু রুম্মন হোসেন ও রোমান আহমেদ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর গাড়িটি থানা হেফাজতে রয়েছে। মালিকের কাছে গাড়ির কাগজপত্র চাওয়া হয়েছে।
জানা গেছে, গাড়িটির স্থায়ী রেজিস্ট্রেশেনের আওতাভুক্ত নয়, অস্থায়ী এএফআর নম্বর ব্যবহার করতে দেখা গেছে।
বিলাসবহুল গাড়িটির আনুমানিক মূল্য ছিল ১৪ থেকে ১৫ কোটি টাকা। এতে চালকসহ ৪ জন আহত হলেও মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুরের ছেলে আরিফ বিল্লাহ গুরতর আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
দুবাই থেকে আনা সিগারেট ও নিষিদ্ধ ক্রিম জব্দ
শিক্ষাসচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ