January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 5th, 2023, 3:51 pm

পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের হরলিয়া বাজার এলাকার মৃত গোলাম নবীর ছেলে সিহাব উদ্দীন ও একই জেলার আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন।

আহতরা হলেন- পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের এবং আহত নারী যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য।

তিনি জানান, অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি