অনলাইন ডেস্ক :
ভারতের পেট্রাপোল বন্দরে আগুন লেগে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলাবোঝাই ১২টি ট্রাক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রবিবার ভোররাতে বন্দরের জয়ন্তিপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভোররাতে জয়ন্তিপুর লক্ষ্মী ট্রাক পার্কিংয়ে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা তুলার ট্রাকে আগুন ধরে যায়। পরে তা পার্শ্ববর্তী আরও ১১টি তুলার ট্রাকে ছড়িয়ে পড়লে সে গুলোও পুড়ে ছাই হয়ে যায়। অন্যান্য তুলাবোঝাই ট্রাকগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয় বলেও জানান তিনি।
খবর পেয়ে বনগাঁ ও গোবরাডাংগা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভারতের পেট্রাপোল বন্দরের উপপরিচালক রাকেশ কুমার জানান, আগুনে মোট ১২টি ট্রাকের তুলা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে মোট আট কোটি রুপি ক্ষতি হয়েছে। এ ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশে আমদানির অপেক্ষায় থাকা ১২টি তুলার ট্রাক আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছেন।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস