অনলাইন ডেস্ক :
বার্সেলোনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয় অ্যাওয়ার্ড’ জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ইউরোপের ২১ বছর বা তার চেয়ে কম বয়সীদের মধ্যে বছরের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইটালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। সোমবার ২০২১ সালের সেরা হিসেবে ১৮ বছর বয়সী পেদ্রির নাম ঘোষণা করা হয়। ২০০৩ সাল থেকে চালু হওয়া এই পুরস্কার গত বছর জিতেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হলান্ড। তার আগেরবার পেয়েছিলেন ওই বছরই বেনফিকা থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া জোয়াও ফেলিক্স। সেরার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের জুড বেলিংহ্যামকে পেছনে ফেলেছেন পেদ্রি। ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম পেয়েছেন ১১৯ ভোট আর পেদ্রি পেয়েছেন ৩১৮। সেরা ও রানার্স-আপের মধ্যে ১৯৯ ভোটের ব্যবধান পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ। তুরিনে আগামী ১৩ ডিসেম্বর এক অনুষ্ঠানে পেদ্রিকে পুরস্কৃত করা হবে। বার্সেলোনার হয়ে প্রথম এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি, ২০০৫ সালে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর