January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 30th, 2021, 8:16 pm

পেরুতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১১

অনলাইন ডেস্ক :

পেরুতে দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১১ যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। সরকারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন টিভি পেরুর এক খবরে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে আমাজনের মুয়ুনার হুয়ালাগা নদীতে ওই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবোঝাই একটি নৌকার সঙ্গে মালবাহী অপর একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর কাঠের তৈরি যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এক বিবৃতিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ জন। অপরদিকে আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের খোঁজে কাজ করছে দমকলকর্মী, পুলিশ এবং নাবিকরা। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া লোকজন নিহত স্বজনদের জন্য আহাজারি করছেন। স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া লোকজন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ২০ শিশুসহ একই পরিবারের সদস্যরা ছিলেন। তারা ধর্মীয় প্রার্থনা শেষে ইউরিমাগুয়াস শহরে ফিরছিলেন।