অনলাইন ডেস্ক :
পেরুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংসতায় অন্তত একজনের প্রাণহানি ঘটেছে এবং ৩০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ কয়েক হাজার মানুষ রাজধানী লিমায় বিক্ষোভ দেখিয়ে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পদত্যাগ, আগাম নির্বাচন এবং সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছে।সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবারের এ বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দেশটির আদিবাসী অধ্যুষিত দক্ষিণাঞ্চলের বাসিন্দা। পুলিশের ধারণা, বিক্ষোভে সাড়ে তিন হাজার মানুষ অংশ নিয়েছে। এই সংখ্যা পুলিশের অনুমানের দ্বিগুণেরও বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।লিমার অনেক রাস্তায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের মোকাবেলায় অস্ত্রধারী দাঙ্গা পুলিশ দেখা গেছে। শহরটির কেন্দ্রে একটি ঐতিহাসিক ভবনে আগুন লাগারও খবর পাওয়া গেছে।সান মার্টিন প্লাজার ওই ভবনে আগুন লাগার সময় সেটি খালি ছিল। স্থানীয় রেডিওকে দমকল বাহিনীর এক কমান্ডার বলেছেন, কিভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।খনি কম্পানি হাডবে এক বিবৃতিতে জানায়, বিক্ষোভকারীরা পেরুতে তাদের ইউনিটের একটি স্থাপনায় ঢুকে সেটির ক্ষতিসাধন করেছে, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও যানবাহন পুড়িয়ে দিয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বলুয়ার্তে ও অন্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী আলবের্তো ওতারোলা বলেছেন, এটা বিক্ষোভ হতে পারে না, যা চলছে তা আইনের শাসন নস্যাতে উদ্দেশ্যমূলক নাশকতা।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই বলছেন, লিমার ওই ভবনে আগুন ধরেছে এক পুলিশ কর্মকর্তার ছোঁড়া কাঁদানে গ্যাসের গ্রেনেড থেকে। তবে পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি খারিজ করে দিয়েছেন।বিক্ষোভকারী হোসে দে লা রোজা জানিয়েছেন, আমরা দখলদার দিনা বলুয়ার্তের পদত্যাগ এবং নতুন নির্বাচনের ঘোষণা শুনতে চাই। দাবি না মানলে সামনের দিনগুলোতে বিক্ষোভ আরো প্রকট হবে বলেও ধারণা দিয়েছেন তিনি।সূত্র : রয়টার্স, সিএনএন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম