অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে জয় পেতে ভালোই সংগ্রাম করতে হয়েছে। মার্কুইনিয়োসের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালে পেরুকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিলের তরুণ দল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুকে উড়িয়ে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল। গত বুধবার দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব ২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘বি’র চতুর্থ রাউন্ডের খেলায় পেরুকে ১৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
‘সুদামেরিকানো সাব-২০’ নামে পরিচিত এ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। টানা তৃতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও। প্রতিযোগিতাটির এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে