অনলাইন ডেস্ক :
পেরুর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী কিকো ফুজিমরি সোমবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ‘অনেক অনিয়ম’ এবং ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ করেছেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টর বামপন্থী ইউনিয়নিস্ট পেদ্রো ক্যাশিলো ভোট গণনায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। খবর এএফপি’র।
সোমবার অনুষ্ঠিত পেরুর প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে প্রথম দিকের ভোট গণনায় ফুজিমরি এগিয়ে থাকলেও দেশটির গ্রামাঞ্চলের ভোটের ফলাফল আসার পর স্কুল শিক্ষক ক্যাশিলো ফুজিমরিকে পেছনে ফেলে এগিয়ে যান। বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দেশ পেরুর গ্রামীণ এলাকা ক্যাশিলোর শক্তিশালী ঘাঁটি বলে জানা যায়।

আরও পড়ুন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট