January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 10th, 2021, 1:04 pm

পেলেকে ছাড়িয়ে অঝোরে কাঁদলেন মেসি

অনলাইন ডেস্ক :

কনমেওবলে খেলা ফুটবলারদের এতদিন সর্বোচ্চ গোলের রেকর্ড ছিলো পেলের দখলে। বলিভিয়ায়র বিরুদ্ধে হ্যাটট্রিক করে সে রেকর্ড নিজের দখলে নিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে করা হ্যাটট্রিকে পেলের ৭৭ গোলের রেকর্ড ছাড়িয়ে ৭৯ গোল করে এখন সবার ওপরে মেসি। আশা ছিলো ব্রাজিলের বিপক্ষের ম্যাচেই পেলের রেকর্ড নিজের দখলে নেয়ার। কিন্তু, ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে, পেলের রেকর্ড ভাঙ্গার জন্য নিজ দেশের মাটিকেই বেছে নিয়েছেন মেসি। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে এল মনুমেন্টালে রেকর্ড নিজের করে নিয়ে অঝোরে কেঁদেছেন লিওনেল মেসি। উদযাপন করেছেন পরিবার ও দর্শকদের সঙ্গে।

বহুদিন ঘরের মাঠে খেলতে নেমেছিলো আর্জেন্টিনা। খেলা দেখতে এসে হতাশ হতে হয়নি দর্শকদের। পুরো পয়সা উঁসুল করে বাড়ি ফিরেছেন দর্শকরা। পাশাপাশি যারা মেসিকে নিয়ে সমালোচনা করতেন মেসি দেশের জন্য খেলেন না, ক্লাবের জার্সিতেই বেশি উজ্জ্বল মেসি। তাদেরও সমালোচনার যেন কড়া জবাবই দিলেন মেসি। ম্যাচ শেষে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। অঝোরে কাঁদতে থাকেন ক্ষুদে জাদুকর।