December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 22nd, 2022, 8:06 pm

পেলের শারীরিক অবস্থার অবনতি

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ শেষ হতেই শরীরের সর্বশেষ অবস্থা জানা গেলো পেলের। ব্রাজিল কিংবদন্তির ক্যানসার পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলের চিকিৎসা চলছে ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। সেখান থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, তার হৃদযন্ত্র ও কিডনি ঠিকমতো কাজ না করায় বাড়তি যতœ ও সেবার প্রয়োজন। গত বছরের সেপ্টেম্বরে বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণ করা হয় ৮২ বছর বয়সী পেলের। তার পর থেকে নিয়মিত চিকিৎসার মাঝে রয়েছেন। বিশ্বকাপের সময় থেকে হাসপাতালে রয়েছেন তিন সপ্তাহের বেশি হলো। তার সর্বশেষ অবস্থা নিয়ে মেয়ে কেলি নাসিমেন্তো ইন্সটাগ্রামে জানিয়েছেন, ‘এবার ঘরে আমাদের বড় দিন পালন করা হচ্ছে না। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নানা কারণে আমাদের এখানে থাকাটাই যুক্তিযুক্ত।’ পেলের ভর্তির পর সাও পাউলোর হাসপাতালটি বলেছিল, শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় তিনি ভালোমতোই সাড়া দিচ্ছেন। পাশাপাশি পুনর্মূল্যায়ন চলছিল কেমোর।