December 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 23rd, 2025, 7:40 pm

পোরশা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

 

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজারের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অসাবধানতাবশত সুমন সীমান্তসংলগ্ন এলাকায় চলে গেলে ভারতের স্থানীয় লোকজনের সহায়তায় বিএসএফ সদস্যরাস তাকে আটক করে। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আটক অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, তিনি ঘটনাটি অবগত হয়েছেন। আটক যুবককে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএনবাংলা/