অনলাইন ডেস্ক :
পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি বিমানক্ষেত্রের হ্যাঙ্গারের ওপর বিমানটি আছড়ে পড়ে। স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজিলস্কি টুইটারে লিখেছেন,‘বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন আহত এবং পাঁচজন মারা গেছেন।’ তিনি বলেছেন, চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুল্যান্স ওয়ারশর থেকে ৪৭ কিলোমিটার (২৯ মাইল) দূরে ক্রিসিনো গ্রামে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, ঘটনাটি ঘটেছে ক্রিসিনোর এয়ারফিল্ডে।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে, যাতে দেখা যায় বিমানের লেজটি হ্যাঙ্গার থেকে আটকে আছে। পোল্যান্ডের গণমাধ্যম বিধ্বস্ত বিমানটিকে সেসনা ২০৮ বলে শনাক্ত করেছে ফায়ার ব্রিগেডের মুখপাত্র মনিকা নোয়াকোস্কা ব্রায়ন্ডাকে উদ্ধৃত করে পিএপি বার্তা সংস্থা জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় লোকজন ওই হ্যাঙ্গারটিতে আশ্রয় নিয়েছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার ‘সম্ভাব্য কারণ’ আবহাওয়া। সূত্র : এনডিটিভি, বিবিসি
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৭৭
হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন