অনলাইন ডেস্ক :
চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ওই পোস্টের ক্যাপশনে সিয়াম আহমেদ লেখেন, ‘গণহত্যার বিরুদ্ধে! প্যালেস্টাইনের সাথে সংহতিতে দাঁড়ান।’ ছবিতে দেখা যায়, সাদা রঙের স্যুট-প্যান্ট পরা। তবে স্যুটের বাম পাশে ফিলিস্তিনের জাতীয় পতাকার রঙে এক উড়ন্ত পায়রার অ্যামব্রয়ডারি করা নকশা দেখা গেছে। মাঝখানে লেখা- ‘ফ্রি ফিলিস্তিন’।
ইসরাইল-হামাস রক্তক্ষয়ী ‘যুদ্ধ’ সম্পর্কে সিয়াম বলেন, ‘আমিও মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরগুলোতে যে বাচ্চাগুলোকে দেখছি, একজন সাধারণ মানুষ হিসেবে আপনার সেগুলো দেখে খারাপ লাগবে। আমরা এখান থেকে তাদের জন্য কিছু করতে পারছি না, তবে মানুষ হিবে তাদের পাশে দাঁড়াতে পারি অন্তত।’
সিয়ামের ভাষায়, প্রতিবাদ যেকোনো ভাবেই হতে পারে। সব সময় আপনাকে মুখে কথা বলতে হবে বিষয়টা এমন না। এছাড়া ফিলিস্তিনের নিপীড়িতদের অর্থ সহায়তা দিতে ফান্ড গঠন করেছেন সিয়াম। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার একার পক্ষে তো সম্ভব নয়। তবে সবাই মিলে করলে হয়ত সম্ভব। আমরা ক্ষুদ্র একটা অংশ হতে চাই। চেষ্টা করছি সঠিক ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তাদের কাছে পৌঁছে দেয়ার।’ সিয়ামের এই মানবীয় পোস্ট নেটিজেনদের মন জয় করেছে। সবাই নায়ককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত