August 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 1st, 2025, 8:46 pm

পোশাক খাতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করতে হবে: ফয়সাল সামাদ

বিজিএমইএর সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান বোর্ডের পরিচালক ফয়সাল সামাদ/ ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করায় দেশের পোশাক উদ্যোক্তাদের আসল কাজটি এখন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও সুরমা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সামাদ।

তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় বাজারে প্রবেশ করতে হলে এখন ক্রেতাদের সঙ্গে নতুনভাবে দর-কষাকষি করতে হবে এবং খরচ, সুযোগ ও সম্প্রসারণের একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করার বিষয়ে তিনি বলেন, এই শুল্ক কেবল একটিমাত্র সিদ্ধান্ত নয়—এটা বৈশ্বিক বাণিজ্যের একটি দিক পরিবর্তনের সংকেত। আমাদের এখন দরকার কৌশলগত প্রস্তুতি এবং ক্রেতাদের সঙ্গে নতুনভাবে আলোচনায় নামা।

ফয়সাল সামাদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে যে নতুন শুল্ক আরোপ করেছেন, তা বৈশ্বিক বাণিজ্যকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। যদিও শুল্কহার তুলনামূলকভাবে ভারতের চেয়ে কম এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রায় সমান, তবুও বাংলাদেশি রপ্তানির ওপর এর প্রভাব ইতোমধ্যেই পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, শুল্কের এ পরিবর্তন পোশাক শিল্পের সামনে একদিকে যেমন ঝুঁকি তৈরি করছে, অন্যদিকে এটি আমাদের প্রস্তুতি ও পরিকল্পনায় নতুন দিকনির্দেশনাও দিচ্ছে।

ফয়সাল সামাদ/ ছবি: সংগৃহীত

চীনের প্রসঙ্গ টেনে সতর্ক বার্তা দিয়ে ফয়সাল সামাদ বলেন, যদিও চীনের ওপর সবচেয়ে বেশি শুল্ক বসানো হয়েছে, তবুও তাদের রপ্তানি তেমন কমেনি। বরং তারা নতুনভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে। আমরা যদি তাদের মতো প্রস্তুতি না নেই, তাহলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে।

বিজিএমইএ পরিচালক আরও বলেন, কৃতজ্ঞতা জানাই সেসব ব্যক্তির প্রতি, যারা এই জটিল আলোচনার অংশ ছিলেন এবং চূড়ান্ত পর্যায়ে গঠনমূলক ভূমিকা রেখেছেন। এখন সময় এসেছে প্রশান্তির নিঃশ্বাস ফেলার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার।

ফয়সাল সামাদ আরও বলেন, আমাদের প্রয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার, নীতিনির্ধারক, নাগরিক সমাজ, শ্রমিক ফেডারেশন ও সব বাণিজ্য সংগঠনকে একত্রিত করে জাতীয় ঐক্যের ভিত্তিতে পরিকল্পনা নেওয়ার। কারণ, যদি আমরা সঠিকভাবে ও সম্মিলিতভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারি, তাহলে এই অর্থনৈতিক পরিবর্তন আমাদের দেশের জন্য এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বিজিএমইএ প্রেসিডেন্টসহ আমরা যারা বোর্ডে রয়েছি, সবাই মিলে তথ‍্যউপাত্তগুলো পর্যালোচনা করে সম্ভাবনাগুলো আরও সঠিকভাবে এগিয়ে যেতে পারব বলে আশা করছি।

ফয়সাল সামাদ/ ছবি: সংগৃহীত

সবশেষে তিনি বলেন, এই শুল্কহার যদি পুরোটা ক্রেতাদের ওপর চাপানো হয়, তবে ক্রেতার ক্রয়ক্ষমতা কমে যাবে। তাই এখন যেটা হবে, সেটা হলো, এই শুল্কহার তিন ভাগে ভাগ হয়ে যেতে পারে। যদিও বায়ারদের সঙ্গে এখনো আলোচনা হয়নি। তবে বাস্তবতার আলোকে এটা বলা যায় যে, বায়াররা শুল্কের একটা ভাগ রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দেবে। কিছুটা তারা রাখবে, আর কিছুটা পণ্যের সঙ্গে সমন্বয় করে দেবে, যা ভোক্তার ওপর পড়বে।

ফয়সাল সামাদ

ফয়সাল সামাদ দেশের শীর্ষ নিট কম্পোজিট শিল্প প্রতিষ্ঠান সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে তিনি ১৯৯৭ সাল থেকে তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর সঙ্গে যুক্ত আছেন।

২০০৫ সালে সংগঠনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-সভাপতি (অর্থ) এবং ২০০৯ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনএনবাংলা/আরএম