রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় এ পরিস্থিতি দেখা দেয়।
ঘটনার পর থেকে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ মোট ১০ জনকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা উপ-উপাচার্যদের বাসভবনে তালা ঝুলিয়ে দিলে অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ভেতরে প্রবেশ করতে না পেরে ফিরে আসেন। পরে তারা জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে সেখানে গিয়ে অবস্থান নেন।
জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে উপ-উপাচার্যকে ঘিরে ধরে শিক্ষার্থীরা দ্বিতীয় তলায় অবরুদ্ধ করে রাখেন। তখন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ আরও কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে আন্দোলনকারীদের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা গতকাল থেকে শান্তিপূর্ণ অনশনে আছি। কিন্তু প্রশাসন এখনো কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। আজ আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে থাকুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না।”
রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “আর মাত্র চার দিন পর রাকসু নির্বাচন। কিন্তু একটি মীমাংসিত ইস্যু— পোষ্য কোটা সামনে এনে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”
তিনি আরও বলেন, “এ আন্দোলনে আজ দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য— অযৌক্তিক পোষ্য কোটার পুনঃপ্রবর্তন বন্ধ করতে হবে। ইতোমধ্যে এ কোটা বাদ দিয়েই ভর্তি ও শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ নির্বাচনের আগ মুহূর্তে পুনরায় এটি চালুর চেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।”
মুজাহিদ ফয়সাল জানান, ছাত্রশিবির আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং যতদিন পর্যন্ত পোষ্য কোটার ইস্যুর সমাধান না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে : মান্না
জুলাই আন্দোলনের বিরোধীদের আর কখনো ফেরার সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে : তারেক রহমান