‘পিনিক’ সিনেমায় নিজের ছবি দিয়ে বানানো একটা পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে মুক্তির তথ্য জানিয়েছেন নায়িকা শবনম বুবলী। আগামী ঈদুল ফিতরে শাকিব খান, সিয়াম, আফরান নিশোর নতুন সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় থাকছে তার এই সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এর আগে সিনেমার নায়ক আদর আজাদের পোস্টার প্রকাশ করা হয়েছিল। এবার নায়িকা ফেসবুকে নিজের পোস্টার প্রকাশ করলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘পিনিক’ সিনেমাটি ঘোরের গল্প নিয়ে তৈরি হয়েছে। এখানে প্রতিটি চরিত্র একটা ঘোরের মধ্যে থাকবে। সিনেমাটি ঢাকা, কক্সবাজার ও রামুর অদেখা অঞ্চলে শুটিং হয়েছে।
এর আগে শবনম বুবলী ও আদর আজাদ ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেছেন। ‘পিনিক’ এই জুটির তৃতীয় সিনেমা।
এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।
আরও পড়ুন
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
বিএসএফ সাউন্ড গ্রেনেড মেরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: লে. কর্নেল কিবরিয়া
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা মেহের আফরোজ শাওন