অনলাইন ডেস্ক :
প্রচারে প্রসার কথাটা পুরনো হলেও চির সত্য হয়ে আছে আজও। চলচ্চিত্রের ক্ষেত্রে প্রচারটা এখন নির্মাণের অংশ হয়ে গেছে। ভিন্ন ভিন্ন পন্থায় ছবির প্রচার চালান সংশ্লিষ্টরা। এবার ভিন্ন এক প্রচারণা দেখা গেলো। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘শান’-কে ঘিরে। সিনেমাটির নায়ক সিয়াম এবার পোস্টার বয়ের ভূমিকায়। এফডিসিজুড়ে ঘুরে ঘুরে সিনেমার পোস্টার লাগিয়েছেন এ অভিনেতা। এ বিষয়ে তিনি জানান, আমরা এফডিসিতে একটি ছবির শুটিংয়ে ছিলাম, সেখান থেকে জানতে পারি শানের পোস্টার লাগানো হচ্ছে। আর সেখানে শানের টিমের সবাই যাচ্ছিলেন। তখন আমিও শুটিং শেষ করে ‘শান’ টিমের সঙ্গে অংশগ্রহণ করি। নিজের ছবির পোস্টার লাগানোর কাজটি করতে পারা তার জন্যে অসাধারণ এক অনুভূতি বলেও জানান সিয়াম। এ ছাড়াও সিনেমা হলে এসে সবাইকে ‘শান’ দেখার আহ্বান জানান এই অভিনেতা। তিনি বলেন, আমাদের অনেক দিনের অপেক্ষার ফলাফল ‘শান’। আমরা চাই অদর্শকরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখুক। কারণ তাদের এন্টারটেইনমেন্টের কথা বিবেচনা করেই সিনেমাটি বানানো। শান চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। চলচ্চিত্রটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদদৌলা এবং পরিচালনা করেছেন এম এ রাহিম। এটির প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া আর পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। পোড়ামন-২ ও দহনের পর এই ছবিটিতে তৃতীয় বারের মতো বড়পর্দায় দেখা যাবে ‘সিয়াম-পূজা’ জুটিকে। এছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমানসহ আরও অনেকে। আসছে ৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শান’।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত