December 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 6th, 2025, 5:58 pm

পোস্টাল ভোটার নিবন্ধনে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী এই অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, তফসিল ঘোষণার পর থেকে দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার—নির্বাচনী কাজে নিয়োজিত কর্মী, নিজ এলাকায় না থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার—তরাও অ্যাপ ব্যবহার করে পোস্টাল ভোটে অংশ নিতে পারবেন। তাদের জন্যও সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মোট ১৫ দিনের অতিরিক্ত সুযোগ হিসেবে গণ্য হবে।

বিস্তারিত তথ্যের জন্য তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানিয়েছেন, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার পোস্টাল ভোটিংয়ের জন্য ১৫ দিনের অতিরিক্ত সময় পাবেন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়। এর পর থেকে ধাপে ধাপে বৈশ্বিক অঞ্চলের ভিত্তিতে নিবন্ধন শুরু হয়েছে। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধে প্রবাসীদের জন্য নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করা হয়।

শনিবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১ লাখ ৯৫ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং প্রায় ১৯ হাজার নারী ভোটার রয়েছেন।

সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে—সৌদি আরব থেকে ৩৮ হাজারের বেশি। এরপর যুক্তরাষ্ট্রে ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুরে ১১ হাজারের বেশি, মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছেন।

ওসিভি–এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, পোস্টাল ব্যালট পেতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় বর্তমান অবস্থান দেশের সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে। ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের মধ্যে মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। ঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের নিকট ব্যালট পাঠানো সম্ভব হবে না।

ভোট দেওয়ার প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশনা:

১. পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করার সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।

২. লাইভলিনেস চেক ও ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক বা টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে।

৩. একাধিক প্রতীকে টিকচিহ্ন দেওয়া যাবে না।

৪. এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে নিবন্ধনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হবে।

৫. প্রবাসে নিবন্ধন করলে স্থানীয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া যাবে না।

৬. ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।

৭. এক মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো যাবে না।

৮. ভোট দেওয়ার সময় একজন ব্যক্তি একটি মোবাইল দিয়ে একবারই আবেদন করতে পারবেন।

ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ১১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

এনএনবাংলা/