October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 21st, 2025, 2:50 pm

পৌরসভার আয়োজনে কালীগঞ্জে উন্নয়নমূলক কাজ সংক্রান্ত মতবিনিময় সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

পৌরসভার আয়োজনে কালীগঞ্জে আইইউজিআইপি (I.U.G.I.P)  প্রকল্পের অর্থ দ্বারা উন্নয়নমূলক কাজ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে পৌর মিলনায়তনে আইইউজিআইপি প্রকল্প হতে প্রাপ্ত অর্থ দ্বারা উন্নয়নমূলক কাজ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজওয়ানা রশিদ, উপজেলা প্রকৌশলী মো, রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশিল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

সভায় প্রকল্প গ্রহনের মাধ্যমে নগর পরিচালনা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, কর্মপরিকল্পনা, নির্দিষ্ট লক্ষ্য অর্জনকে কিভাবে সহজ করা যায়সহ বিবিধ বিষয়ে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ তাদের মতামত তুলে ধরেন।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর