ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ
শরীয়তপুর জেলার অন্যতম জয়ন্তী নদী যেন ডামুড্যা পৌরসভা ডাষ্টবিনে পরিনত হয়েছে ,দখল, দূর্ষণ ,আর প্রযোজনীয় পদক্ষেপের অভাবে জয়ন্তী নদীর অস্থিত্ব হারাতে বসেছে । যে নদের গীড়ে এক সময় ডামুড্যা বন্দরের উপরে নির্ভরশীল ছিল আশে পাশের উপজেলা গুলো ,সেই জয়ন্তী নদী আবাসে দখল করা হচ্ছে যে টুকু পানি আছে তা পঁচে দূর্গন্ধ ছড়াছে জয়ন্তী নদীর পাশ দিয়ে একটি বাইপাস সড়ক রয়েছে দৈনিক শত শত মানুষ যাতায়েত করে দূর্ঘন্ধে অতিষ্ঠ পথযাত্রী ।ফেলে রাখা বর্জ্যে দূষণ ও দূর্গন্ধ ছড়াছে আশে পাশ,ভরাটে সংকুচিত হয়ে এখন মৃত্যুর মুখে স্রোতবহ জয়ন্তী নদী। এই নদীতে দৈনিক হাজার হাজার লোক গোসল এবং রান্নাবান্নার কাজেও ব্যবহার করে ।পরিবেশ দূষর্নের সঙ্গে পানি বাহিত রোগে এই উপজেলার মানুষের গুরুতর স্বাস্থ্য ঝুকির আশস্কা করছেন স্বাস্থ্য বিশে জ্ঞরা। বছরের পর বছর অবাদে পৌর এলাকার বিভিন্ন ওর্য়াড থেকে সংগ্রহ করা বর্জ্যেময়লা ফেলা হচ্ছে এই নদীতে এতে স্থপ আকারে পাহাড় হয়ে জমে আছে । অপচনশীল পদার্থ দিয়ে ভরাট হচ্ছে জয়ন্তী নদীর তলদেশ । জয়ন্তী নদী রক্ষার ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন সরকারী জমিতে বর্জ্যে ফেলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ,ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা
নাসরীন বেগম সেতু বলেন ,পরিবেশ বান্ধব বর্জ্যে ব্যবস্থাপনার জন্য পৌরসভার পক্ষথেকে জমি কেনার পরিকল্পনা নেয়া হয়েছে,নিদৃষ্টস্থান পেলেই সব বর্জ্যে অপসারন করা হবে ।
আরও পড়ুন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক
রংপুরে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্মশালার